মিয়ানমার থেকে ভেলায় নাফ নদী পেরিয়ে আরও ১৩০ জন রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে প্রবেশ করেছে।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ও বিকালে শাহ পরীর দ্বীপের জালিয়াপাড়া ও জেটিঘাট পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে।
এর আগে বুধবারও ভেলায় করে নাফ নদী পার হয়েছিল ৫২ জন রোহিঙ্গা।
আরিফুল ইসলাম জানান, বাঁশ, প্লাস্টিক ও তেলের জেরিক্যান দিয়ে দুইটি বিশেষ ধরনের ভেলা তৈরি করেছে তারা।
“এদের মধ্যে রয়েছে ৬১ জন শিশু, ৪০ জন নারী এবং ২৯ জন পুরুষ।”
আরিফুল বলেন, সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপ করায় নৌযানের সংকটের কারণে রোহিঙ্গারা এখন ভেলায় ভেসে নাফ নদী পাড়ি দিচ্ছে।
“পালিয়ে আসা এসব রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেওয়া হচ্ছে। তাদের উখিয়ার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।”
নাফ নদীতে জলসীমার শূন্যরেখার এপারে নৌকা চলাচলে বিশেষ নজরদারি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বুধবারও ৫২ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে একই কায়দায়। এদের সবাইকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
ভেলায় নাফ নদী পাড়ি দেওয়া নুর মোহাম্মদ বলেন, নৌকা সংকটের কারণেই বাঁশ, প্লাস্টিক ও তেলের জেরিক্যান দিয়ে নিজেরা ভেলা বানিয়ে নাফ নদী পাড়ি দিয়ে পালিয়ে এসেছেন।
দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টা দাঁড় টেনে তারা এপাড়ে কূলে উঠতে সক্ষম হন বলে জানান নূর মোহাম্মদ।
তাদের মতো আরও অনেকে নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্তে অবস্থান করছে বলে জানান তিনি।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
ভেলায় নাফ নদী পেরিয়ে এল আরও ১৩০ রোহিঙ্গা
Tags
# ভেলায় নাফ নদী পেরিয়ে এল আরও ১৩০ রোহিঙ্গা
About bd24news-live
ভেলায় নাফ নদী পেরিয়ে এল আরও ১৩০ রোহিঙ্গা
লেবেলসমূহ:ফটো
ভেলায় নাফ নদী পেরিয়ে এল আরও ১৩০ রোহিঙ্গা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
member
Search User
Our Members(4:stats-ru:)
:userstats:d=ru,o=:get-order(cr):,l=10,s=:geti-number(1): ::
:/userstats:
%tname% %status% View User Profile Country: %flag% Credit: %credit% |
::
:/userstats:
:paging: n=:geti-number(1):,u=site_:getid-site:.%ext%?get-number=%n%&get-order=:get-order(n): :: Pages: %n% %n% %n% %n% ... %nlast%:/paging:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।