নাটোরে এমপি রত্না আহমেদের বাড়িতে চুরি - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৮ জুন, ২০২০

নাটোরে এমপি রত্না আহমেদের বাড়িতে চুরি

নাটোরে এমপি রত্না আহমেদের বাড়িতে চুরি

নাটোরে এমপি রত্না আহমেদের বাড়িতে চুরি


নাটোরে এমপি রত্না আহমেদের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে এমপি রত্না আহমেদের ভবনের পিছনের জানালার গ্রীল ভেঙ্গে চোর বাড়ির ভিতরে প্রবেশ করে। তবে এমপি ঢাকায় থাকায় কি কি চুরি গেছে জানাতে পারেন নি তিনি।

পুলিশ ও পরিবার সুত্র জানায়, সংসদ অধিবেশন চলায় নাটোর নওগাঁ অঞ্চলের সংরক্ষিত আসনের এমপি ঢাকায় অবস্থান করছিলেন। তার দুই ছেলে মেয়ে আমেরিকা প্রবাসী। ফলে বাসায় কেউ ছিল না। এ সুযোগে চোর বাড়ির পিছনের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর বটি ও হাসুয়া দিয়ে আলমারী ও ওয়ারড্রব ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন চোর একজোড়া সোনার বালা ছাড়া আর কিছু নিতে পারেনি।
এমপি রতœা আহমেদ বলেন, তার বাসায় কিছু কাগজ পত্র ছাড়া মূল্যবান কিছু ছিলনা। রাজনৈতিক কারণেই তার বাড়িতে এ ঘটনা ঘটানো হয়েছে।

নাটরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পারিপার্শিক বিষয় এবং সিসিটিভির ফুটেজ দেখে প্রকৃত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তাকে গ্রেফতার করতে পারলেই মূল রহস্য বেরিয়ে আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad