ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
‘আগামী নির্বাচনে আ’লীগকে আবারো বিজয়ী করতে হবে’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের ডিজিটাল বাংলাদেশের নাগরিক। তাই এইসব শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভুমিকা রাখতে হবে। সন্তান যেন সন্ত্রাস ও মাদকে জড়িয়ে না পরে সেদিকে অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখতে হবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের হিঙ্গানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবারো বিজয়ী করতে হবে।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।