বঙ্গভবনে পোপ ফ্রান্সিস
‘বাংলাদেশ বড় ত্যাগ স্বীকার করেছে’
বিস্তারিত
ধর্মীয় সম্প্রীতির জন্য বাংলাদেশের খ্যাতি রয়েছে। রাখাইনে বাস্তুচ্যুতদের জন্য বাংলাদেশ বড় ত্যাগ স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক চার্চপ্রধান পোপ ফ্রান্সিস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।
পোপ বলেন, গত কয়েক মাসে রাখাইন থেকে আসা বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়ে এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণ করার মধ্যে দিয়ে বাংলাদেশের সমাজ উদার মন এবং অসাধারণ ঐক্যের পরিচয় দিয়েছে।
বাংলাদেশে দ্রুত মানবিক সহায়তা দিয়ে বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে পোপ বলেন, শুধু রাজনৈতিক বিষয় সমাধানই নয়, বাংলাদেশে দ্রুত মানবিক সহায়তাও দিতে হবে।
এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বিশ্বের সর্বাত্তক সহায়তা প্রয়োজন।
উল্লেখ, তিন দিনের সফরে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশে পৌঁছেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক চার্চপ্রধান পোপ ফ্রান্সিস। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একই সঙ্গে তাকে গার্ড অব অনারসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে বিমান বন্দর ত্যাগ করেন তিনি। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পোপ ফ্রান্সিস। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।