নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী
তাদের কী লজ্জা লাগে না?
বিস্তারিত
যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই এই ৭ই মার্চের ভাষণকে মুছে ফেলার চেষ্টা করেছে। আসলে তারা কারা। এখন কী তাদের লজ্জা লাগে না? বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর ) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক কমিটির আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি উপলক্ষে নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাগরিক সমাজের আহবায়ক ইমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল প্রমুখ।
প্রধানমন্ত্রী বলেন, ২৩ বছরের সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ রাষ্ট্র আমরা পেয়েছি। জাতি হিসেবে আমরা পেয়েছি মর্যাদা। আর এ মর্যাদা আমাদের এনে দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক ভাষণের দলিল হিসেবে ঘোষণা করেছে। সেই উপলক্ষে নাগরিক কমিটির আয়োজিত সমাবেশের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজ বাংলাদেশ স্বাধীন। আমরা পেয়েছি একটি রাষ্ট্র । বাঙ্গালী জাতি হিসেবে বিশ্ব দরবারে পেয়েছি মর্যাদা। বঙ্গবন্ধু বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তার জীবনে মূল্যবান সময়টি তিনি কারাঘরে কাটিয়েছেন। আমাদের কত পরিবার রক্ত দিয়েছে, একটা লক্ষ্য নিয়ে বাঙ্গালী জাতিকে আত্মমর্যাদা ফিরিয়ে আনবে। নিজেদের অধিকার বাস্তবায়ন করবে। তিনি ইউনেস্কো ও তার মহাপরিচালককে ধন্যবাদ জানান।
এদিকে, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও শহীদ বুদ্ধিজীবী আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নাগরিক সমাবেশ একটি প্রস্তাব পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নাগরিক সমাজের পক্ষ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন এবং ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুলের কাছে লিখিত প্রস্তাবটি তুলে দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।