ইতালি ছাড়া বিশ্বকাপ - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

ইতালি ছাড়া বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যদি বিশ্বকাপে না যেতে পারে, তা হলে ফুটবল বিশ্বই টলে যাওয়ার কথা। বিশ্বকাপের নীল আকাশের অনেকটাই মুছে যাবে। প্রথম বিশ্বকাপে ইতালি খেলেনি। সুইডেনে ১৯৫৮ সালে পেলের আগমনী বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। তার পর থেকে বিশ্বকাপ মানে ব্রাজিল-জার্মানির সঙ্গে তাল মিলিয়ে ইতালি স্থির। উজ্জ্বল নীল ধ্রুবতারার মতো।
ইতালির গোললাইনে জিয়ানলুইজি বুফোনের সামনে ডিফেন্সে দাঁড়িয়ে বিখ্যাত ‘বিবিসি’। বোনুচ্চি, বার্জাগলি এবং কিয়েল্লিনি। অথচ সুইডেনই মনে হলো, ডিফেন্সে কোনো ‘বিবিসি’ নামিয়েছে। ইব্রাহিমোভিচ জাতীয় টিম থেকে অবসর নেওয়ার পর সুইডেনে তারকা বলতে কেউ নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের বছর তেইশের ডিফেন্ডার ভিক্টর লিন্ডেলফ বাদে কোনো বড় ক্লাবে খেলা ফুটবলার নেই। শুক্রবার রাতের ম্যাচে ইতালিকে উল্টোরথ দেখিয়েছে এই সুইডেন। কে বলবে, ইতালির ২০০৬ সালের বিশ্বজয়ের পর সুইডেন আর বিশ্বকাপেই খেলেনি?
সেরার বিচারে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সর্বকালের বিচারে বুফনই তার পজিশনে এক নম্বর হওয়ার দাবিদার। ‘সর্বকালের সেরা গোলকিপার’ নামছেন দেশের হয়ে তার ১৭৫ নম্বর ম্যাচ খেলতে। টিম জিততে না পারলে কালই হয়তো জাতীয় দলের হয়ে অবসর। বিশ্ব ফুটবল চাইবে, সান সিরো এবং জিউসেপে মিয়াজ্জার আশীর্বাদ ঝরে পড়ুক বুফনের ওপর। ফুটবলের আকাশ হয়ে উঠুক নীল। ১৭৫তম ম্যাচে কি দেশকে বিশ্বকাপে তুলতে পারবেন, না কালই শেষ ম্যাচ দেশের হয়ে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad