১ চুক্তি, ৯ সমঝোতা স্মারক সই
কম্বোডিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় / বিস্তারিত
তিন দিনের সরকারি সফর শেষে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে গত রবিবার (৩ ডিসেম্বর) তিন দিনের দেশটিতে যান শেখ হাসিনা।
এদিকে সোমবার (৪ ডিসেম্বর) কম্বোডিয়ার রাজধানী নমপেনে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে এক যৌথ বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের দেশটিতে ফেরত পাঠাতে এই সংকটের টেকসই সমাধানে বিশ্বের অন্যান দেশের মত কম্বোডিয়াকেও পাশে চেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, বাংলাদেশ-কম্বোডিয়ার মধ্যে ১টি চুক্তি ও ৯টি সমঝোতা চুক্তি স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন। দুদেশের মধ্যকার এই চুক্তি দেশ দু’টির বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করেন দুই দেশের কর্তা ব্যক্তিরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।