নাটোরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

নাটোরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নাটোরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
নাটোর প্রতিনিধি :-
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে নাটোরের একটি আদালতে।
বৃহস্পতিবার নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম মালেক শেখ।
একই সঙ্গে তার বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলাও করা হয়।
আদালত অভিযোগ আমলে নিয়ে নাটোর সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে।
আদালত পুলিশের ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী এম মালেক শেখ আদালতে হাজির হয়ে রাষ্ট্রদ্রোহ ও এক হাজার কোটি টাকার সম্মানহানির মামলা দায়ের করেছেন।
মামলায় মাহমুদুর রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসমি করা হয়েছে বলে তিনি জানান।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন বলেন, গত ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণ মাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বক্তব্য দেন।
ওসি বলেন, সেখানে তিনি ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয় শুধুমাত্র ভূখণ্ড, আর জনগণ থাকলেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় না’ বলে মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
এছাড়া বাংলাদেশ, বঙ্গবন্ধু ও বর্তমান করকার নিয়েও মন্তব্য করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
বাদী এজাহারে বলেন, এসব বক্তব্য প্রচারের মাধ্যমে আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানি হয়েছে এবং রাষ্ট্র অস্থিতিশীল হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে এবং এক হাজার কোটি টাকার সম্মান ক্ষুণ্ন হয়েছে।
বাদী এম মালেক শেখ বলেন, মাহমুদুর রহমানের বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার সুস্পষ্ট উপাদান রয়েছে। তিনি আওয়ামী লীগের একজন নেতা হওয়ায় এ বক্তব্যে তার ও তার দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad