রোববার উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম কুরআন ভাস্কর্য
প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত
বছরের শেষদিনে রোববার (৩১ ডিসেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথমবারের মতো কুরআন ভাস্কর্য। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদরের ব্যস্ততম কদমতলা মোড়ে দেশের প্রথম কুরআন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এর আগে বাংলাদেশে আর কেউ এ রকম ভাস্কর্য নির্মাণ করেনি। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে।
চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী ভাস্কর কামরুল হাসান দেশের প্রথম কুরআন’র ভাস্কর্যটি নির্মাণ করেন। মক্কার প্রবেশ দ্বারে জেদ্দা বিমানবন্দরে কুরআনের আদলে তৈরি বিশাল তোরণ অনুসরণ করে তৈরি করা হয়েছে এই ভাস্কর্যটি।
ফাইবার গ্লাস দিয়ে ৮ ফুট প্রস্থ ও ১৬ ফুট উচ্চতার এ ভাস্কর্যটি নির্মাণে খরচ হয়েছে ২ লাখেরও অধিক টাকা। কসবা’র পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এ ভাস্কর্যটি।
কদমতলা মোড়ের নির্মিত বাংলাদেশের প্রথম কুরআনের ভাস্কর্যটি দেখতে এরই মধ্যে সকাল বিকাল ভিড় করছে স্থানীয় ও দেশের দূর-দূরান্ত থেকে আগত কুরআন প্রেমিক জনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।