কম্বোডিয়ায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

কম্বোডিয়ায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কম্বোডিয়ায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কম্বোডিয়া সফরের প্রথম দিনে গণহত্যা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, তিন দিনের সরকারি সফরে আজ রবিবার দুপুরে কম্বোডিয়ার নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি হোটেল সোফিটেলে ওঠেন। হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে স্বাধীনতা স্তম্ভে যান শেখ হাসিনা। এরপর কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতিমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তারপর সেখান থেকে নমপেন শহরের তৌল সেং গণহত্যা জাদুঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।
এ সময় তিনি গণহত্যাস্থল ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন শেষে জাদুঘরের বইয়ে সই করেন।
আরো পড়ুন- কম্বোডিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাদুঘর পরিদর্শনের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad