মিথ্যাচার করবেন না: সাংবাদিকদের মোকতাদির
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িত নন বলে দাবি করে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, তাকে জড়িয়ে গণমাধ্যম ‘মিথ্যাচার’ করেছে।
রোববার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি মোকতাদির বলেন, “নাসিরনগরে মন্দির ও হিন্দু পল্লীতে হামলার ঘটনায় আমাকে জড়ানোর অপচেষ্টা করা হয়েছে।”
এই ঘটনায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ছাপানো সংবাদের প্রতিবাদ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, “পরে তারা আমার প্রতিবাদ ছাপিয়েছে।”
ঘটনাটি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও সংবাদ প্রকাশ করেছে ‘নাসিরনগরে হামলার নেপথ্যে মোকতাদির চৌধুরীর সমর্থকরা’ শিরোনামে।
মোকতাদির এ সংবাদের প্রতিবাদ দিয়েছেন দাবি করে বলেন, “তারা প্রতিবাদ ছাপেনি। তাই আমি তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।”
নাসিরনগরে হামলার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানী প্রতিবেদনে ওই ঘটনায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের বিরোধের বিষয়টি উঠে আসে, যা পরে পুলিশের তদন্তেও তার সত্যতা মেলে।
তখন আওয়ামী লীগ নেতাদের মধ্য থেকেই বলা হয়েছিল, তৎকালীন মন্ত্রী ছায়েদুল হককে (প্রয়াত) বিপদে ফেলতেই এই হামলা ঘটিয়েছেন মোকতাদির।
ওই প্রতিবেদন প্রকাশের সময় মোকতাদিরের সঙ্গেও কথা বলা হয়েছিল এবং প্রতিবেদনে তার বক্তব্যও রয়েছে। তিনি সেদিনও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন।
রোববারও সাংবাদিকদের উদ্দেশে মোকতাদির বলেন, “মিথ্যাচার করবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ হামলার সাথে আমি কোনোভাবেই জড়িত নই।”
পুলিশ ২২৮ জনের বিরুদ্ধে যে অভিযোগপত্র দিয়েছে, তারা সবাই ‘ছায়েদুল হকের (প্রয়াত মন্ত্রী) লোক’ বলে দাবি করেন মোকতাদির।
তিনি বলেন, “কারও ইমেজ নষ্ট করার টার্গেট যেন আপনাদের না থাকে। এ বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই।”
আওয়ামী লীগ সরকারের চার বছর পূর্তি ও সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে তিনি এ মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, পৌর মেয়র নায়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলিতানা খানম নিশাত প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।