ষষ্ঠ কমডেকা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
বাংলাদেশ স্কাউটের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আট বছর পর চাঁদপুরে সফরের শুরুতে রবিবার (১ এপ্রিল) ১১টা ৪০ মিনিটে হাইমচরের চরভাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ষষ্ঠ জাতীয় কমডেকার উদ্বোধন করেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনে নতুন সাজে সেজেছে চাঁদপুর। বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে গিয়ে দেখা যায়, চাঁদপুর স্টোডিয়ামের জনসভায় যোগ দিয়েছে হাজার হাজার নেতাকর্মী। জনসমুদ্রে পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর জনসভাস্থল।
জনসভায় যোগ দেয়ার পূর্বে জেলার ৪৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।