প্রধান বিচারপতির পদত্যাগ ‘পদ’ শূন্যতার সৃষ্টি হয়নি: আইনমন্ত্রী - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

প্রধান বিচারপতির পদত্যাগ ‘পদ’ শূন্যতার সৃষ্টি হয়নি: আইনমন্ত্রী

বিস্তারিত
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। রাষ্ট্রপতি, শূন্য পদে যতদিন পর্যন্ত না প্রধান বিচারপতি নিয়োগ করছেন, ততদিন অস্থায়ী প্রধান বিচারপতি ওয়াহ্হাব মিঞা। প্রধান বিচারপতির পদত্যাগে যে ওই পদে শূন্যতা তৈরি হয়নি, সেটা সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মোতাবেক পরিস্কার হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে সরকারের দিকে দায়ীর আঙ্গুল তুলে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘বিদেশ থেকে তিনি (পদত্যাগ)পত্র পাঠিয়েছেন সেখানে আমরা তাকে জোর করব কোত্থেকে? এগুলো হচ্ছে অবাস্তব বক্তব্য।’ বিএনপিকে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়াতেও আহ্বান জানান আইনমন্ত্রী।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে শুক্রবার (১০ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি শনিবার (১১ নভেম্বর) বঙ্গভবনে এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad