প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করায় বিচার বিভাগ ভারমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করায় বিচার বিভাগ ভারমুক্ত হলো।
বিচার বিভাগের কোনো লোক যদি কোনো প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তার যদি চরিত্র স্খলন হয়, তাহলে কোনোভাবেই তার বিচার বিভাগে থাকা উচিত না। তিনি বলেন, তাঁর সঙ্গে তাঁর সহকর্মীরা বসতে না চাওয়ায় তাঁর পদত্যাগ ছাড়া আর কোনো উপায়ও ছিল না।
প্রধান বিচারপতির পদত্যাগের প্রতিক্রিয়ায় গতকাল রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যেদিন অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে একত্রে বসে মামলা নিষ্পত্তিতে অনীহা প্রকাশ করলেন, সেদিনই জিনিসটা ফয়সালা হয়ে গেছে। সেদিনই আমি বলেছিলাম, প্রধান বিচারপতি হিসেবে ফিরে এসে দায়িত্ব গ্রহণ করা উনার জন্য সুদূর পরাহত। ’
বিচারপতি এস কে সিনহার পদত্যাগে কোনো রকম সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে কি না প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো রকম শূন্যতা নেই। এ ব্যাপারে আমাদের আইনমন্ত্রী সঠিকভাবেই বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
এতগুলো অভিযোগ, এত বড় পদের একজন মানুষকে দেশ ছেড়ে চলে যেতে দিলেন, দেশের বাইরে থেকে পদত্যাগ করতে দিলেন এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার চিড় ধরানোর সুযোগ করে দিলেন। সরকারের আসলে গাফিলতি কতটুকু? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারের কোনো গাফিলতি নেই।
প্রধান বিচারপতির ব্যাপারে তো সাধারণ আদালতে মামলা করা যায় না। অভিযোগ রাষ্ট্রপতির গোচরে গেছে, রাষ্ট্রপতি তাঁর অন্য বিচারকদের সেটা জানিয়েছেন। অন্য বিচারপতিরা তাঁর সঙ্গে বসতে রাজি হননি। এটিই হলো বাস্তবতা। তিনি বলেন, ‘আমাদের সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো দিন এমন ঘটনা ঘটেনি যে প্রধান বিচারপতির সঙ্গে না বসার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে এখন যারা প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে নানারকম বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে এবং নানা রকম বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্য অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং শুধু রাজনীতির খাতিরে তারা কথা বলছে।
এখন তো তিনি প্রধান বিচারপতি নন, তাহলে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত কি দুদক করতে পারবে?
অ্যাটর্নি জেনারেল বলেন, এটা রাষ্ট্রপতির বিষয়। রাষ্ট্রপতি কী করবেন সেটা তিনিই জানেন।
প্রধান বিচারপতি পদত্যাগ করায় সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ করা হলে তার বিচারের প্রক্রিয়া কী হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, নিয়মটা হলো—যে কয়জন বিচারপতি একটি রায় দিয়েছেন, রিভিউ করতে হলে ততসংখ্যক বিচারপতি লাগে বা তার থেকে একজন বা দুজন বেশি লাগে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
Home
অ্যাটর্নি জেনারেল বললেন
প্রধান বিচারপতির পদত্যাগে বিচার বিভাগ ভারমুুক্ত
অ্যাটর্নি জেনারেল বললেন
প্রধান বিচারপতির পদত্যাগে বিচার বিভাগ ভারমুুক্ত
অ্যাটর্নি জেনারেল বললেন প্রধান বিচারপতির পদত্যাগে বিচার বিভাগ ভারমুুক্ত
Tags
# অ্যাটর্নি জেনারেল বললেন
প্রধান বিচারপতির পদত্যাগে বিচার বিভাগ ভারমুুক্ত
About bd24news-live
অ্যাটর্নি জেনারেল বললেন
প্রধান বিচারপতির পদত্যাগে বিচার বিভাগ ভারমুুক্ত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
member
Search User
Our Members(4:stats-ru:)
:userstats:d=ru,o=:get-order(cr):,l=10,s=:geti-number(1): ::
:/userstats:
%tname% %status% View User Profile Country: %flag% Credit: %credit% |
::
:/userstats:
:paging: n=:geti-number(1):,u=site_:getid-site:.%ext%?get-number=%n%&get-order=:get-order(n): :: Pages: %n% %n% %n% %n% ... %nlast%:/paging:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।