স্বরাষ্ট্রমন্ত্রী বললেন
মিরপুরে পুলিশ স্টাফ কলেজে গতকাল নৌ পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠানে জাটকা নিধন রোধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নৌ পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি : কালের কণ্ঠ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিভিন্ন সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁদের উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজদের ফিরে পেতে অপেক্ষা করতে হবে।
নৌ পুলিশের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রবিবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, নবগঠিত নৌ পুলিশ দ্রুততম সময়ে অনেক সীমাবদ্ধতার মধ্যেও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ২০১৪ সালে কার্যক্রম শুরুর পর নদীপথে বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি লঞ্চ, স্টিমার, নৌকা, ট্রলার, অবৈধ বাল্কহেড চলাচলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দুর্ঘটনার হার অনেক হ্রাস করতে সক্ষম হয়েছে। সরকার নৌ পুলিশকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক সিজার, সাংবাদিক উৎপল দাস, ব্যবসায়ী অনিরুদ্ধ রায় চৌধুরীসহ বেশ কজন ব্যক্তি সম্প্রতি নিখোঁজ হন। তাঁদের সন্ধান দাবিতে কর্মসূচিও পালিত হচ্ছে। অনুষ্ঠানে সাংবাদিকদের এ সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপহৃতদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা নয়।
একটু সময় দিতে হবে। তাঁদের ফিরে পাওয়া যাবে। তাঁদের উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ’
অনুষ্ঠানে জাটকা নিধন রোধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নৌ পুলিশের কৃতী সদস্যদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।