উপলক্ষ ছিল রেল সহযোগিতার চার প্রকল্প উদ্বোধন, যার যার দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে মিলিত হয়েছিলেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী; সেখানেই এল শেখ হাসিনার ইলিশের দাওয়াত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকি মেজাজে হাসতে হাসতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, “দিদি ইলিশ মাছ আছে। তাড়াতাড়ি আসেন। ইলিশ মাছ খাওয়াব।”
বৃহস্পতিবার এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় অর্থায়নে বাংলাদেশে নির্মিত দুটি রেল-সেতু, খুলনা-কলকাতা রুটে নতুন ট্রেন বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের উভয়প্রান্তে বহির্গমন ও কাস্টমস কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শেখ হাসিনা ঢাকার গণভবন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় তার কার্যালয় নবান্ন থেকে যোগ দেন অনুষ্ঠানে।
মমতা অনুষ্ঠানের শুরুতেই শেখ হাসিনাকে ‘স্বপ্নের পূজনীয় প্রধানমন্ত্রী’ অভিহিত করে বলেন, “দুই দেশের ঐক্য, দুই দেশের মৈত্রী, দুই দেশের সম্প্রীতি, দুই দেশের সংহতি, দুই দেশের ভাষার বন্ধন আরও সৃদৃঢ় হোক। আমাদের ওয়ান অফ দি বেস্ট ফ্রেইন্ড ইন দি ওয়ার্ল্ড বলেও আমি মনে করি।… একবার বাংলায় আসনে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।”
মমতার পর বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশার কথা বলেন এবং মোদী, মমতা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
শেখ হাসিনা বলেন, “আবার বাংলাদেশে আসার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।”
তিনি বক্তব্য শেষ করার পর সবাই যখন করতালি দিচ্ছিলেন, তখনই শেখ হাসিনা হাসতে হাসতে ইলিশের দাওয়াত দেন।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরের কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার আপত্তিতেই আটকে যায় তিস্তা চুক্তি। প্রতিটি উচ্চ পর্যায়ের সফরে ওই চুক্তি নিয়ে কথা হলেও এখন পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা আসেন মমতা। সে সময় মমতা ও তার সফরসঙ্গীদের সম্মানে গণভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই ভোজের আয়োজনে ইলিশের প্রাধান্য সে সময় সংবাদের শিরোনাম হয়েছিল। ভাপা ইলিশ,সর্ষে ইলিশ,ভাজা ইলিশ আর ইলিশের ডিমে আপায়্যিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
তার আগে বৈঠকে মমতা তার রাজ্যে ইলিশ না পাওয়ার অনুযোগ তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে।
ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার।
মমতা সে সময় বলেছিলেন, ইলিশ খুব কম পাচ্ছেন তারা। জবাবে শেখ হাসিনা বলেছিলেন, পানি এলে ইলিশও যাবে।
২০১৫ সালের জুনে দু’দিনের সফরে ঢাকা আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ওই বছরই দ্বিতীয় দফা বাংলাদেশ আসেন মমতা। আর শেখ হাসিনা চলতি বছরের এপ্রিলে চারদিনের সফরে দিল্লি যান।
ওই সফরে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্য বিভিন্ন উপহারের সঙ্গে ২০টি ইলিশ মাছ নিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
‘দিদি ইলিশ আছে, তাড়াতাড়ি আসেন’
Tags
# ‘দিদি ইলিশ আছে
# তাড়াতাড়ি আসেন’
About bd24news-live
তাড়াতাড়ি আসেন’
লেবেলসমূহ:ফটো
‘দিদি ইলিশ আছে,
তাড়াতাড়ি আসেন’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
member
Search User
Our Members(4:stats-ru:)
:userstats:d=ru,o=:get-order(cr):,l=10,s=:geti-number(1): ::
:/userstats:
%tname% %status% View User Profile Country: %flag% Credit: %credit% |
::
:/userstats:
:paging: n=:geti-number(1):,u=site_:getid-site:.%ext%?get-number=%n%&get-order=:get-order(n): :: Pages: %n% %n% %n% %n% ... %nlast%:/paging:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।