"নাটোর অঙ্গন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা" - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

"নাটোর অঙ্গন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা"

নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় অঙ্গন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা......
নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকায় অঙ্গন (২১) নামের জুতার দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা। সে শহরের নিচাবাজার এলাকার শাহিনুর সু নামের একটি জুতার দোকানের কর্মচারী।।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে অঙ্গন শহরের নীচাবাজার এলাকার নিজ কর্মস্থল জুতার দোকান থেকে কান্দিভিটুয়া এলাকায় নানীর বাড়ি ফিরছিলেন। পথে কান্দিভিটুা মসজিদ সংলগ্ন একটি মাঠে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দূর্বত্তরা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর আধুনকি সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
নিহত অঙ্গন নলডাঙ্গা উপজেলার আচঁড়াখালি গ্রামের রফিকুল ইসলাম এবং পিপরুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যর পপি বেগমের ছেলে। অঙ্গন শহরের সানু সু স্টোরের কর্মচারী ছিলেন বলে জানা গেছে ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, কি কারনে, কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad