বিস্তারিত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামীলীগের সদস্য হতে পারবে না, চিহ্নিত কোন চাঁদাবাজ আওয়ামীলীগের কোন সদস্য হতে পারবে না, চিহ্নিত কোন সাম্প্রাদায়িক অপশক্তি আওয়ামীলীগের সদস্য হতে পারবে না।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম-এর উদ্বোধন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এড রহমত আলী এমপি প্রমুখ।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলে প্রধানবিচারপতিকে আমরা নাকি জোর করে পদত্যাগ করিয়েছি। প্রধান বিচারপতি কোথা থেকে আজ পদত্যাগপত্র পাঠিয়েছেন? সিঙ্গাপুর না কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুরে কি শেখ হাসিনা পুলিশ বাহিনী অথবা কোন স্পেশাল ফোর্স সেখানে ছিল যে তাকে জোর করে পদত্যাগ করিয়েছে! এটা বিশ্বাস করেন আপনারা। আপীল বিভাগের বিচারকরা অলরেডি রাষ্ট্রপতিকে বলেছেন, তার সঙ্গে আমরা কাজ করব না। সরকারের এখানে কি দোষ আমি জানতে চাই।
ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি সাড়ে ৮বছরে সাড়ে ৮মিনিটের জন্যও রাস্তায় নামতে পারেননি। আপনার পাঁচশ লোকের কেন্দ্রীয় কমিটির নেতারা এ পর্যন্ত দেখলাম না মাঠে নেমেছে। বাইরে আন্দোলনের ডাক দিয়ে হিন্দি নেতারা ঘরে, এয়ারকন্ডিশন রুমে বসে হিন্দি সিরিয়াল দেখে। বিএনপির নেতারা হিন্দি সিরিয়াল দেখে আর মোবাইলে খবর নেয় পুলিশের গতিবিধি কি? এই হচ্ছে বিএনপি। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিএনপির আন্দোলনের আশা দুরাশার নামান্তরমাত্র। বিএনপির রাজনীতি হলো ঘরে বসে বসে কয়েকজন প্যাথলজিকাল লায়ার মিথ্যাচার করে মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো।
আন্দোলনের ডাক দিয়ে ম্যাডাম চলে গেলেন লন্ডনে। দুই মাসের কথা বলে সাড়ে তিন মাসেও তিনি দেশে ফিলে এলেন না। বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে না। তুরাগ ও বালু নদীতে যেমন জোয়ার নেই তেমন বিএনপির আন্দোলনেও জোয়ার নেই।
বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার গণতান্ত্রিক উদারতাকে দূর্ববলতা ভাববেন না। তিনি বলেন, শেখ হাসিনা আজ জনগণের বিশ্বাসের ঠিকানা, তিনি যা ওয়াদা করেন তার সবগুলো রক্ষা করেন। শেখ হাসিনা সার্টিফিকেট ও সকল কাগজপত্রে পিতার নামের সাথে মায়ের নাম লেখার নিয়ম করেছেন। নারীরা এখন সচিব, এয়ারফোর্সের পাইলট, সেনাবাহিনীতে মেজর জেনারেল হচ্ছেন। নারীদের উপেক্ষা করে আমরা এগিয়ে যেতে পারবো না। উন্নয়নের চাকা সচল রাখতে হলে নারীদের গুরুত্ব দিতে হবে। তিনি জনগণের উদ্দেশে বলেন নৌকায় ভাসিয়া ভোট দিবেন হাসিয়া।
পরে মন্ত্রী অনুষ্ঠান মঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি এমপি, সিমিন হোসেন রিমি এমপি, জাহিদ আহসান রালে এমপি, ইকবাল হোসেন সবুজ, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীদের আওয়ামীলীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
Home
‘চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামীলীগের সদস্য হতে পারবে না’
‘চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামীলীগের সদস্য হতে পারবে না’
‘চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামীলীগের সদস্য হতে পারবে না’
Tags
# ‘চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামীলীগের সদস্য হতে পারবে না’
About bd24news-live
‘চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামীলীগের সদস্য হতে পারবে না’
লেবেলসমূহ:ফটো
‘চিহ্নিত কোন সন্ত্রাসী আওয়ামীলীগের সদস্য হতে পারবে না’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
member
Search User
Our Members(4:stats-ru:)
:userstats:d=ru,o=:get-order(cr):,l=10,s=:geti-number(1): ::
:/userstats:
%tname% %status% View User Profile Country: %flag% Credit: %credit% |
::
:/userstats:
:paging: n=:geti-number(1):,u=site_:getid-site:.%ext%?get-number=%n%&get-order=:get-order(n): :: Pages: %n% %n% %n% %n% ... %nlast%:/paging:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।