রংপুরে আ. লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন ঝন্টু - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

রংপুরে আ. লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন ঝন্টু

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বৈঠকে সর্বসম্মতিক্রমে মেয়র পদে সরফুদ্দীন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে। রংপুর সিটি করপোরেশনের এটা হবে দ্বিতীয় নির্বাচন।
২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্দলীয়ভাবে অনুষ্ঠিত ওই নির্বাচনে জিতে সিটির প্রথম মেয়র হন আওয়ামী লীগ নেতা শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
ছাত্রলীগ দিয়ে রাজনীতির শুরু হলেও স্বাধীনতার পর জাসদে যোগ দেন ঝন্টু। পরে জাতীয় পার্টি থেকে সাংসদ হয়ে ২০০১ সালে ফের আওয়ামী লীগে আসেন তিনি।
বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীতে আছেন শরফুদ্দিন আহমেদ ঝন্টু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad