"সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত উপাসনায় পোপ" - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

"সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত উপাসনায় পোপ"

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার অনুষ্ঠিত প্রার্থনা সভায় পৌরোহিত্য করছেন পোপ ফ্রান্সিস। সারা দেশের বিভিন্ন ধর্মীয় পল্লী থেকে মানুষ এসে যোগ দিয়েছেন প্রার্থনা সভায়। বেশ কয়েকজন পুরোহিতকে অভিষিক্ত করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে আড়াই ঘণ্টার এই মুক্ত উপাসনায় বাংলাদেশের মানুষ এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন পোপ। বক্তৃতা দেন যিশুর অনুসারীদের উদ্দেশ্যে।
বাংলাদেশে আসার আগে মিয়ানমারেও একই ধরনের মুক্ত প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ। সেখানে তিনি সবাইকে শান্তির পথে আসার আহ্বান জানান।
নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার এ অনুষ্ঠান সকাল সাড়ে ৯টায় শুরু হলেও এর আগেই খ্রিস্টান ধর্মের অনুসারীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও প্রার্থনাসভায় যোগ দিতে আসেন।
প্রার্থনা সভা শেষে ভ্যাটিকান দূতাবাসে গিয়ে পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তিনি যাবেন কাকরাইলের রমনা ক্যাথিড্রালে। সেখানে আর্চবিশপ হাউসে বিশপদের সঙ্গে বৈঠক করবেন। পরে আন্তধর্মীয় ও আন্তমান্ডলিক সমাবেশে যোগ দেবেন।
এর আগে, বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন পোপ। সফরের শেষ দিন আগামীকাল শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার তেরেসা হাউস পরিদর্শনে যাবেন পোপ। এরপর তেজগাঁওয়ে হলি রোজারিও চার্চে খ্রিষ্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad