এবার স্মার্ট নাগরিক হচ্ছেন জেলার বাসিন্দারা - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

এবার স্মার্ট নাগরিক হচ্ছেন জেলার বাসিন্দারা

ঢাকার দুই সিটিসহ বিভিন্ন সিটি কর্পোরেশনে চলার পাশাপাশি জেলা পর্যায়েও স্মার্টকার্ড বিতরণ শুরু করলো নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রথম ধাপের ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর মধ্যে আট জেলা গোপালগঞ্জ, বগুড়া, পটুয়াখালী, কক্সবাজার, নোয়াখালী, পাবনা, গাইবান্ধা ও নেত্রকোনার জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে।
সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এবং এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম আগারগাঁওয়ের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭টির সদর উপজেলায় স্মার্টকার্ড মুদ্রণ করে পাঠিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ঢাকায় স্মার্টকার্ড বিতরণ শুরুর এক বছর পর জেলা পর্যায়ের এই বিতরণ শুরু করলো ইসি।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিতরণের সুবিধার্থে প্রয়োজনীয় ফিঙ্গার প্রিন্ট, স্ক্যানার ও আইরিশ মেশিন উপজেলা নির্বাচন অফিসে মজুদ রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিইসি ২৭টি সদর উপজেলায় একযোগে বিতরণ কাজ উদ্বোধন করেন। সার্বিক সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রথম ধাপে এসব উপজেলাকে নির্ধারণ করা হয়েছে। স্থানীয়ভাবে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার সমন্বয়ে স্মার্টকার্ড বিতরণ কাজ চলবে। সফলভাবে কাজ করতে স্থানীয়দের সম্পৃক্ত করে এ বিতরণ কার্যক্রম নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে। রংপুর সিটি নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর ও ঠাকুরগাঁও সদরে বিতরণ না করার প্রাথমিক প্রস্তাব ছিল। তবে কোনো জটিলতা হওয়ার শঙ্কা না থাকায় এ চারটি উপজেলা সদরেও বিতরণ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার থেকে শুরু যেসব জেলায় বিতরণ শুরু হচ্ছে সেগুলো হচ্ছে- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুর সদর, বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর, রাঙ্গামাটি সদর, পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর, বরগুনা সদর, মেহেরপুর সদর, বাগেরহাট সদর, নড়াইল সদর, হবিগঞ্জ সদর, সুনামগঞ্জ সদর, বগুড়া সদর, জয়পুরহাট সদর, পাবনা সদর, নেত্রকোনা সদর, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর, পঞ্চগড় সদর, গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর ও নোয়াখালী সদর উপজেলায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad