"২৪"ঘন্টার আল্টিমেটাম নাটোর জেলা ছাত্রলীগের" - bd24news.live //]]>

Breaking

bd24news.live

যখন ই ঘটনা তখন ই খবর

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

"২৪"ঘন্টার আল্টিমেটাম নাটোর জেলা ছাত্রলীগের"

নাটোরের আলাইপুর এলাকায় ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় সোহেল রানা (৩৫) নামে এক আনসার সদস্য ও রবিউল ইসলাম রুবেল (২৪) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। রুবেল সদ্য নির্বাচিত সদর উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক। গুলিবিদ্ধ আনসার সদস্য সোহেল রানার বাড়ি বাগাতিপাড়া উপজেলার ক্ষিদ্র মালঞ্চি গ্রামে।
পরিবারসহ ইজিবাইকে করে শহরে আসার সময় গুলিবিদ্ধ হন। এঘটনায় জড়িতদের শাস্তির দাবী করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। অপরদিকে ছাত্র লীগ জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, সদর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয় অতিক্রম করার সময় বিএনপি কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গুলি বর্ষনের ঘটনা ঘটলে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও ইজিবাইকে থাকা আনসার সদস্য সোহেল রানা গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি দলীয় সুত্রে জানাযায়, সিংড়া উপজেলায় বিএনপির এক দলীয় কর্মসূচীতে যোগদানের জন্য দলের কিছু নেতা কর্মী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আনসার সদস্য সোহেল রানা বলেন তিনি অসুস্থতার জন্য ছুটিতে রয়েছেন। চিকিৎসার জন্য ইজিবাইকে করে নাটোর শহরে আসার সময় গুলিবিদ্ধ হয়েছেন।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহবুব দু’জনের গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর জেলা ছাত্রলীগ সাধারণ-সম্পাদক রিয়াজুল ইসলাম (মাছুম) জানান, রোববার সকালে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী একটি মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় বিএনপি কার্যালয় অতিক্রম করার সময় কার্যালয়ের গেইটে অপেক্ষমান কর্মীদের সাথে 'সাইড দেয়া' কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে বিএনপির সন্ত্রাসী গুলি বর্ষন করে। এসময় কমিটর সদস্য নির্বাচিত সাধারন সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও এক পথচারী গুলিবিদ্ধ হয়। মাছুম অভিযোগ করে বলেন ,তাদের শান্তিপুর্ণ শান্তিপূর্ণ কর্মসূচীকে বিএনপি সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে উস্কে দিতে এই হামলা চালিয়েছে।
এদিকে ঘটনার পর বেলা আড়াইটার দিকে জেলা ছাত্রলীগ নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছাত্রলীগ জেলা সভাপতি রাকিবুল হাসান জেমস লিখিত বক্তব্যে বলেন, বিএনপির কর্মসুচীর প্রতিবাদে এনএস সরকারী কলেজ চত্বরে মানববন্ধন কর্মসুচী আয়োজন করা হয়। ওই কর্মসুচীতে যোগদানের সময় হাফরাস্তা বেনু বেকারীর সামনে বিএনপি নেতা দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবির নির্দেশে সোহেল ,রনি,দেওয়ান শাহিন,বাবুল চৌধুরী ও ডাম্বেল সহ প্রায় ১৫ জন এলোপাতারি গুলি বর্ষণ করে। এসময় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও এক পথচারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ রুবেল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হুঁশিয়ারী করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসুচী দেওয়া হবে।
অপরদিকে, ঘটনাস্থলে উপস্থিত জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি দাবী করেন, সিংড়ায় তাদের দলীয় কর্মসূচীতে যোগদানের তিনি তার বাসভবনের দোতালায় প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক ওই মুহুর্তে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতভাবে দলীয় কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা করে। এসময় তারা গুলিবর্ষণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তাদের এলোপাতারি গুলি বর্ষণে মানুষ আতংকে ছোটাছুটি করে। হয়ত তাদের ছোড়া গুলিতে কেউ আহত হয়ে থাকতে পারে। এসময় দলীয় কার্যালয়ে বিএনপির কোন নেতা কর্মী ছিলেননা।
বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে জানান, শনিবার রাতে পুলিশ তার বাড়িতে গিয়ে কর্মসুচী পালন না করার জন্য বলে এবং তাদের উপস্থিতিতে রোববার সকালে ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনী ছাত্রলীগ সন্ত্রাসীরা মোটর সাইকেলে করে গিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এসময় আমার স্ত্রী সেখানেই অবস্থান করছিলেন। তারাই গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। নিজেরা এঘটনায় সুষ্ঠ বিচার পাওয়া নিয়ে শংকা প্রকাশ করে জনগনের কাছে বিচার চেয়েছেন তিনি।
নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেন, গুলিবর্ষণের ঘটনায় জড়িত বিএনপি নেতা কর্মীরা এর আগেও বিভিন্ন হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তারা শান্তিপুর্ন কর্মসুচীকে উস্কে দিয়ে আমাদের কর্মীদের ওপর গুলিবর্ষন করেছে। তিনি ছাত্রলীগ কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জড়িতদের ধরতে আইন শৃংখলা বাহিনীকে নির্দেশ দেন।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার দুজন গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি স্পস্ট নয়। তদন্ত করা হচ্ছে। এর সাথো যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

Post Top Ad