বৃহস্পতিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন
প্রধানমন্ত্রী
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সিডনিতে
অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন ওমেন’ সম্মেলনে
যোগ দিতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) তিনদিনের সরকারি
সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে লিডারশিপ অ্যাওয়ার্ড
২০১৮’-তে ভূষিত হবেন তিনি।
আগামীকাল (বৃহস্পতিবার) বিকালে থাই এয়ারওয়েজের একটি
বিমানে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন
প্রধানমন্ত্রী। ২৭ এপ্রিল সকালে বিমানটি সিডনি পৌঁছার কথা
রয়েছে।
শুক্রবার শেখ হাসিনা সিডনির আন্তর্জাতিক কনভেনশন
সেন্টারে (আইসিসি) অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে
ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন এবং
কসোভোর সাবেক প্রেসিডেন্ট অ্যাতিফেত জাহজাগার
সঙ্গে এই ‘গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’
গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অব ওমেন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার
প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা
পালনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পদকে ভূষিত
করছে। গ্লোবাল ওমেন সামিট বিশ্বব্যাপী নারী
নেতাদের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলি সংক্রান্ত একটি
সম্মেলন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানায়, এই
সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন
এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে
তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী তার এ সফরের সময়ে ২৮ এপ্রিল
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে
বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার
হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনিতে অস্ট্রেলিয়ার
পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করবেন।
শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন
এবং ২৮ এপ্রিল হোটেল সোফিটেলে একটি পাবলিক
অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ২৯ এপ্রিল
অস্ট্রেলিয়া ত্যাগ করে পরের দিন দেশে ফিরে আসার
কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
ধন্যবাদ…আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।